Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত
  • খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ৭টি জাদুঘরে প্রদর্শিত নিদর্শনসমূহ প্রবেশ মূল্য স্বাপেক্ষে পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। 
  • সকল প্রত্নসাইট প্রদর্শনীর ব্যবস্থা।
  • জাদুঘরসমূহের সংশ্লিষ্টগ্রন্থাগারে সংরক্ষিত ইতিহাস, প্রত্নতত্ত্ব বিষয়ক দুষ্প্রাপ্য পুস্তক, জার্নাল দিয়ে গ্রন্থাগারে আগত শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের গ্রন্থাগারসেবা প্রদান করা হয়ে থাকে।
  • অধিদপ্তরে প্রকাশিত প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রকাশনা, ভিউকার্ড, পোষ্টার, ফোল্ডার, পুস্তিকা বিক্রয় করা হয়।
  • বিভিন্ন ঐতিহ্য সংশ্লিষ্ট মেলায় অংশগ্রহণ করে প্রকাশনা উপস্থাপন করা হয়।
  • ইতিহাস ও প্রত্নতত্ত্ব সংশ্লিষ্টবিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেখানে অন্যান্যশিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের গবেষকগণ অংশগ্রহণ করতে পারেন।
  • শিক্ষা, গবেষণা ও প্রকাশনা কাজের নিমিত্তে নিদর্শনের ছবি, নকশার অনুলিপি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে সরবরাহ করা হয়।
  • বিভিন্ন সাইটে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে স্যুটিং চিত্রায়ণের এবং এর অনুমতি প্রদান করা হয়।
  • জাদুঘরের নিকটবর্তী এলাকার বিভিন্ন শিক্ষাও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে জাদুঘর দর্শনে উদ্বুদ্ধ করা হয় ও অনুমতিসাপেক্ষে বিনামূল্যে জাদুঘর পরিদর্শন করার সুযোগ প্রদান করা হয়।
  • বিশেষ দিবসসমূহে জাদুঘর খোলা রাখা হয় এবং শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
  • বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যের আলোকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃকসুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে বিভাগীয় অফিস প্রত্নবস্ত সংগ্রহ, প্রত্নস্থান খনন, সংস্কার-সংরক্ষণ করে।
  • খুলনা বিভাগীয় জাদুঘরের অডিটরিয়াম ঐতিহ্য সংশ্লিষ্ট বা শিক্ষা ও গবেষণা মূলক অনুষ্ঠানের নিমিত্তে ভাড়া স্বাপেক্ষে ব্যবহারের অনুমতি দেয়া হয়।